টাঙ্গাইলে সরকারি ত্রাণের নগদ অর্থের মজুত শেষ

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা সদরে সরকারি নগদ অর্থের মজুদ শেষ হয়েছে। চালের মজুদ রয়েছে মাত্র ৯০ মে. টন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে এ সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় দরিদ্র অসহায় জনগণের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলায় ২৪ লাখ নগদ অর্থ (জিআর ক্যাশ) ও ৫০০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেয়। এর মধ্যে ১০ হাজার ৯২০ পরিবারের মাঝে ১১ লাখ ২৯ হাজার টাকা নগদ অর্থ এবং ১৮ হাজার ১৪৬ পরিবারের মাঝে ১৬৩.৩৬ মে. টন জিআর চাল বিতরণ করা হয়েছে। বর্তমানে জেলা সদরে সরকারি নগদ কোন অর্থ মজুদ নেই। তবে ৯০ মে. টন জিআর চাল বিতরণের জন্য মজুদ রয়েছে। এছাড়া জেলার ১২টি উপজেলায় ১২ লাখ ৭১ হাজার নগদ অর্থ ও ২৭৬.৬৪ মে.টন চাল মজুদ রয়েছে। স্থানীয় একাধিক সূত্র মতে, এ জেলায় ৪০ লাখ মানুষের খাদ্য নিরাপত্তায় উলেস্নখিত সরকারি সাহায্য খুবই অপ্রতুল। প্রাথমিক পর্যায়ে নূ্যনতম ৬০ লাখ নগদ অর্থ ও পাঁচ হাজার মে.টন জিআর চাল বরাদ্দ দেওয়া প্রয়োজন। সরকারি হিসেবে প্রতি উপজেলায় এক লাখ টাকা করে নগদ অর্থ মজুদ রয়েছে- বর্তমান কর্মহীন সময়ে যা শুধু অপ্রতুলই নয় হাস্যকরও বটে। সূত্র মতে, জেলা প্রশাসন নগদ অর্থ ও চাল বরাদ্দ পেয়ে সাধারণত জেলার ১২টি উপজেলায় বণ্টন করে থাকে। উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের এ মানবিক সাহায্য পৌঁছে দেয়। এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, ইতোমধ্যে প্রায় ২৫ লাখ টাকা ও ৫০০ মে.টন চাল ১২টি উপজেলায় বণ্টন করেছেন। সরকারের মানবিক সাহায্যের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। আরও দেড় হাজার মে. টন চালসহ মানবিক সাহায্যের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। যে কোনো সময় বরাদ্দ এসে যাবে।