বাহুবলে দুই সেনা সদস্য আহত

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে সেনাবাহিনীর কাভার্ডভ্যান উল্টে দুই সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কামারগাঁ জাফরান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যরা হলেন কাভার্ডভ্যান চালক করপোরাল ইমাম হোসেন ও সৈনিক নাসরুল। জানা যায়, ঢাকার সাভার সেনা ক্যাম্প থেকে দুধবাহী কাভার্ডভ্যান নিয়ে সৈনিক নাসরুল ও চালক করপোরাল ইমাম হোসেন সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশে রওনা হন। বিকাল ৪টায় উপজেলার কামারগাঁও জাফরান হোটেলের কাছে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সেনাবাহিনীর কাভার্ডভ্যানের সামনে পড়লে প্রাইভেটকারকে বাঁচাতে গিয়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কাভার্ডভ্যানটি। এতে দুই সেনাসদস্য আহত হন। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাহুবলে দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারটি শনাক্ত করা যায়নি। রেকার দিয়ে উল্টে যাওয়া গাড়িটিকে রাস্তায় তোলা হয়েছে।