ফুলবাড়ীতে জ্বর সর্দির প্রাদুর্ভাব

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সীমান্ত ঘেঁষা জনপদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনের বেলা চৈত্র মাসের কাঠফাটা রোদে গরমের তীব্রতা থাকলেও দিন শেষে রাতে বিরাজ করছে শীতের ঠান্ডা। রাত হলেই এখানকার মানুষজনকে ব্যবহার করতে হচ্ছে শীত নিবারণের মোটা কাপড়। শোয়ার সময় গায়ে জড়াতে হচ্ছে কাঁথা, কম্বল বা লেপ। রাতের এই ঠান্ডা থাকছে সকাল পর্যন্ত। শীত মৌসুম দুই মাস আগেই অতিবাহিত হলেও এখানে রাতে ঠান্ডা বিরাজ করায় এই বিরূপ আবহাওয়ার কবলে পড়ছে সকল বয়সি মানুষ। দিনে গরম রাতে ঠান্ডা আবহাওয়ার কারনে এখানকার ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। শিশু, বয়োবৃদ্ধসহ সকল বয়সি মানুষ আক্রান্ত হচ্ছে আবহাওয়াজনিত এসব রোগে। করোনাভাইরাস ক্রান্তিকালে আবহাওয়াজনিত জ্বর, সর্দি, কাশির প্রাদুর্ভাবে এখানকার মানুষ পড়েছেন বিপাকে। হচ্ছেন আতঙ্কিত। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত মানুষজন করোনা ভাইরাসের ভয়ে চিকিৎসা কেন্দ্রে যাচ্ছেন না। ফলে বাড়িতেই ওষুধ কিনে এনে চিকিৎসা সেরে নিচ্ছেন অনেকে। এতে স্থানীয় চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীর ভিড় কমেছে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, তার এলাকার ঘরে ঘরে জ্বর সর্দি কাশির রোগী গোপনে চিকিৎসা নিচ্ছেন। দিনে গরম ও রাতে ঠান্ডার কারণে এসব রোগ এখানে ছড়িয়েছে বলেও ধারণা করেন তিনি। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামসুন্নাহার বলেন, এখানে দিনে গরম ও রাতে ঠান্ডার কারনে জ্বর, সর্দি, কাশির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে জ্বর, সর্দি, কাশির রেগীদের আলাদা চিকিৎসা কর্ণার করে দিয়েছেন। এখানে আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, জ্বর, সর্দি, কাশির রোগীরা এসে এখানে চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও রোগীরা ০১৭৩০-৩২৪৬৫৮/০১৭৩৭-৪২৩৪৯৬/০১৭০৭-৩৮৩০১১ এই নম্বরে কল দিয়ে ঘরে বসে চিকিৎসা নিতে পারেন।