সীতাকুন্ডে জীবাণুনাশকের সংকট

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
নোভেল করোনাভাইরাস সংক্রমণ ইসু্যকে কেন্দ্র করে জীবাণুনাশক ওষুধের সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে। বিশেষত উপজেলার আওতাধীন কোনো ওষধের দোকানে জীবাণুনাশক 'হেক্সিসল' পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। জানা যায়, করোনার ব্যাপকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফার্মেসিগুলোতে জীবাণুনাশক হেক্সিসলের বিক্রি ব্যাপকহারে বেড়ে যায়। এর ফলে বর্তমানে ফার্মেসিগুলোতে হেক্সিসল সংকট তীব্র আকার ধারণ করেছে। কোনো কোনো দোকানে তা আর মিলছেই না। গত দুই দিন থেকে সীতাকুন্ড পৌরসদর ও বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে প্রতিষ্ঠিত ফার্মেসিতে হেক্সিসল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে একাধিক ফার্মেসি মালিক জানান, হেক্সিসলের চাহিদা বেড়ে যাওয়ায় কোম্পানির কাছে সরবরাহের অর্ডার দেওয়া হলেও তারা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না। ফলে তাদের ইচ্ছা থাকলেও লোকজনকে জীবাণুনাশক হেক্সিসল বিক্রি করতে পারছেন না।