ফুুলবাড়ীতে কৃষকের ৪ ঘর ভস্মীভূত

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আগুনে এক কৃষকের ৪টি বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক এছাহাক আলী। বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছেন। রোববার দুপুরে উপজেলা সদরের কিষামত প্রাণকৃষ্ণ গ্রামে কৃষক এছাহাক আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী গ্রামের যুবক সবুজ মিয়া জানান, রোববার দুপুরে এলাকার লোকজন এছাহাক আলীর বাড়িতে আগুন লাগার খবরে সেখানে যান। পরে এলাকাবাসীর চেষ্টায় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে এছাহাক আলীর ৪টি ঘর পুরোপুরি পুড়ে যায়। সবুজ আরও বলেন, আগুনে কৃষক এছাহাক আলীর ঘর পুড়ে গেলেও এলাকাবাসীর চেষ্টায় আশপাশের বাড়িগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। বাড়ির বৈদু্যতিক তার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কৃষক এছাহাক আলী জানান, পুড়ে যাওয়া ৪টি ঘরসহ ঘরে রাখা ধান, চাল, আসবাবপত্র মিলে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের পর থেকে তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন।