১০ টাকায় চাল বিক্রি ঝিনাইদহে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব আইন

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ১০ টাকা কেজি চাল বিক্রিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব -যাযাদি
ঝিনাইদহে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজিদরে চাল বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জেলার ছয় উপজেলার ৬৭ ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়। তবে বেশিরভাগ স্থানে সামাজিক দূরত্ব না মেনেই চাল বিক্রি করা হচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের নতুন বাজার এলাকায় একটি পিকআপভ্যানে করে চাল বিক্রি করতে দেখা যায়। সেখানে প্রায় অর্ধশত মানুষ চাল নিতে হুমড়ি খেয়ে পড়েন। এ সময় কাউকেই করোনা প্রতিরোধে সরকারের নেওয়া সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। সবাইকেই চাল নেওয়ার জন্য গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম জানান, মঙ্গলবার থেকে চাল বিক্রি শুরু করার কথা থাকলেও করোনার কারণে একদিন আগেই তা শুরু হয়েছে। \হএ মাসে জেলার ৬৭ ইউনিয়নে ১৩০ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত ৪৩ হাজার ৫৭৯ জন নারী-পুরুষ ১০ টাকা দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন।