দেশে জরুরি অবস্থা চান এমপি নজিবুল

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, মহামারি করোনার প্রাদুর্ভাব দ্রম্নত ছড়িয়ে পড়ছে। এ মুহূর্তে প্রাণঘাতী এ ভাইরাস থেকে দেশবাসীকে বাঁচাতে সারাদেশে জরুরি অবস্থা জারির বিকল্প নেই। নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিষয়টি বিবেচনার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। সোমবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে করোনাভাইরাস প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে উপজেলা প্রশাসনের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজিবুল বশর এমপি বলেন, ত্রাণ বিতরণ করতে চাইলে প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে। এ সময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।