লকডাউনেও বেপরোয়া পূর্বধলার মোটরসাইকেল চালকরা

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের মতো নেত্রকোনার পূর্বধলায়ও চলছে লকডাউন। এর ফলে উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুধু ওষুধ, মুদি, সবজি, কৃষি উপকরণ বিক্রির দোকান বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়ে অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে না থাকায় লোকজন ঢিলেঢালাভাবে এতদিন লকডাউন নীতিমালা মেনে চললেও মোটরসাইকেল চালকরা লকডাউনে বেপরোয়াভাবে চলাফেরা করছেন। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও অবাধে চলাফেরা করতে দেখা গেছে। পূর্বধলা থানার ওসি মো. তাওহীদুর রহমান জানান, নিয়মিত টহলের মাধ্যমে অপ্রয়োজনে বের হওয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।