দাউদকান্দিতে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কুমিলস্নার হোমনা উপজেলায় কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে এ অভিযোগ করেন বশির আহম্মেদ নামে স্থানীয় এক বাসিন্দা। বশির আহম্মেদ জানান, তিনি ডেনমার্কপ্রবাসী মেয়ের সহযোগিতায় সোমবার দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। এ সময় ত্রাণ বিতরণের ব্যানারে জনপ্রতিনিধির নাম না থাকায় বাধা দিয়ে হট্টগোল করেন হোমনা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ। জানতে চাইলে ফয়সাল তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন। মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া বলেন, ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি ফয়সালসহ ৫-৬ জন গিয়ে হট্টগোল শুরু করলে অনেকেই ত্রাণ না নিয়ে চলে যান।