কুমিলস্নার ১৮ থানায় ভ্রাম্যমাণ দোকান

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্নায় সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ দোকান উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম -যাযাদি
'আপনার পুলিশ, আপনার দরজায়'- এ স্স্নোগানে কুমিলস্না জেলা পুলিশের উদ্যোগে জেলার ১৮টি থানা এলাকায় সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে জেলার এসব থানা এলাকায় সাশ্রয়ী মূল্যের এ ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়। সোমবার দুপুরে জেলার সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদ্বার থানা এলাকায় গিয়ে করোনা প্রতিরোধে ব্যতিক্রমী এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুলস্নাহ আল-মামুন, মো. শাখাওয়াত হোসেন, আজিম-উল আহসান, তানভীর সালেহীন ইমনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, তার ব্যক্তিগত উদ্যোগ ও জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের আর্থিক সহায়তায় করোনা প্রতিরোধে জনগণকে ঘরে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।