রাজনগরে ১৭ জনের নমুনা সংগ্রহ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার ও রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে করোনা সন্দেহে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার উপজেলার আকুয়া গ্রামে জ্বর-সর্দি নিয়ে এক ব্যাক্তির মৃতু্য হয়। তার মৃতু্যর খবর পেয়ের্ যাপিড রেসপন্স টিমের সদস্যরা মৃতের শরীর ও তার স্ত্রীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের মাধ্যমে ঢাকা আইইডিসিআর এ পাঠায়। রোববার সন্ধ্যার পর মৃত ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ। এ ঘটনায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের এক ডাক্তার ও এক ওয়ার্ড বয়কে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। জানা যায়, উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের এক ব্যক্তি (৪৫) জ্বর-সর্দি নিয়ে শনিবার মারা যান। শ্বাসনালীর নমুনা পরীক্ষার পর মৃত ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। এদিকে মৃত ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় এক ডাক্তার এবং রোগীর বিছানাপত্র পরিবর্তন করায় আরেক ওয়ার্ড বয়কে কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালি দাস। এদিকে ওই ব্যক্তি করোনাক্রান্তের খবর পেয়ে উপজেলা প্রশাসন আকুয়া গ্রামের ১৬৩টি পরিবার ও পার্শ্ববর্তী আরও ৪টি গ্রামের কিছু অংশ লকডাউন করে। গ্রামগুলো হলো আকুয়া, ভাঙ্গারহাট, সৈয়দনগর, ডলা ও গণেশপুর। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে ওই এলাকার আকুয়া গ্রামসহ পার্শ্ববর্তী আরও ৪টি গ্রামের কিছু অংশ লকডাউনের আওতায় এনেছেন। এদিকে এ ঘটনার খবর মৌলভীবাজারসহ সিলেট বিভাগে ছড়িয়ে পড়লে সিলেটের বালাগঞ্জের সঙ্গে রাজনগর উপজেলাকে বিচ্ছিন্ন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, রাজনগরের ওই এলাকা থেকে সোমবার ১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছেন। মঙ্গলবার আরও ৫ থেকে ৭ জনের নমূনা সংগ্রহ করে রাজধানীতে পাঠাবেন।