ঈশ্বরদীর দুটি বাড়িতে বোমাসদৃশ বস্তু

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে বড় আকারের বোমাসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল, পাবনা ডিবি পুলিশ,র্ যাব এবং ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল ঘিরে রাখেন। বিকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঈশ্বরদী পৌঁছে সেগুলো ধ্বংস করেন বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজিপাড়ায় শফিকুল ইসলাম প্রামাণিক ও আবদুল গাফফার প্রামাণিকের বাড়ির সামনে বোম রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তথ্যের সত্যতা পায়। ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশেই প্রতিপক্ষের লোকজন এগুলো সেখানে রেখেছিল। বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়।