করোনা উপসর্গ নিয়ে ৭ জন রামেকে

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতজন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এই সাতজনের মধ্যে চারজনকে সংক্রামক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে এবং তিনজনকে হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার হাসপাতালের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও করোনা চিকিৎসক সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ। তিনি বলেন, ওই চারজন রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের ভাইরাসের উপসর্গ রয়েছে। তবে সেটি জোড়ালো নয়। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কি না। তিনি বলেন, করোনা ওয়ার্ডের চারজনের মধ্যে একজন কিশোরী। তার বাড়ি রাজশাহীর চারঘাটে। গত ১০ দিন ধরে সে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত। তবে এখন অনেকটাই সুস্থ। চারঘাট স্বাস্থ্য কমপেস্নক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থেকে সে চিকিৎসা নিয়েছে। কিন্ত করোনা পরীক্ষা না করে এলাকাবাসী তাকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। এ কারণে তাকে রাজশাহীতে পাঠানো হয় বলে জানান তিনি। এদিকে, রামেকে স্থাপন করা করোনা পরীক্ষার ল্যাবে সোমবার পর্যন্ত গত ছয় দিনে ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজেটিভ এসেছে একজনের। বাকি ৯৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনেহার। সোমবার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলোচনার ৩ নম্বর বিষয়ে রাজশাহীজুড়ে লকডাউন করার সিদ্ধান্ত হয়। এর পর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিদের্শনা দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।