ঘুম থেকে ওঠার আগেই পৌঁছে গেল খাবারের বস্তা

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গাজীপুর প্রতিনিধি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে মঙ্গলবার ভোরে ঘুম থেকে ওঠার আগে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সরকার জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর তিনি নিজে উপস্থিত হয়ে আবার কোথাও যুবলীগের কর্মীদের দিয়ে এসব খেটে খাওয়া মানুষের ঘরের দরজায় পৌঁছে দিয়েছেন এসব সামগ্রী। তারা প্রথমে এলাকার অভাবী লোকদের তালিকা করেন। পরে রাতের আঁধারে ও খুব ভোরে মানুষজন ঘুম থেকে জেগে ওঠার আগেই ওইসব নিম্ন আয়ের লোকদের ঘরের দরজার সামনে পৌঁছে দেয়া হয় চাল-ডালসহ নানা সামগ্রীর বস্তা। এসব বস্তার প্রতিটিতে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও একটি সাবান। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সকল প্রকার জনসমাগম ও ভিড় এড়াতে কেউ বুঝে ওঠার আগেই ভোরে কর্মীদের নিয়ে কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের লোকদের ঘরের দরজার সামনে খাদ্যসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, নিজ উদ্যোগে ১০ হাজার লোককে খাদ্য সহায়তা দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে।