রংপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর একটি গুদামে বিপুল পরিমাণ টিসিবির পণ্য মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে সোমবার বিকালে নগরীর বাবুপাড়ার একটি গুদামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মজুদ করা মালামাল জব্দসহ মোহাম্মদ সামী নামে একজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। অভিযোগ রয়েছে, টিসিবির ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ মালামাল বিক্রি না করে গুদামে মজুদ করে রাখা হয়েছিল। এসব পণ্য ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রির জন্য দেয়া হয়েছিল। এ সময় আবদুল খালেক মিয়ার গুদাম থেকে মজুদ করে রাখা পাঁচ লিটার ওজনের সয়াবিন তেলের ৫০টি কার্টুন, দুই লিটারের ৫৭টি কার্টুন, ৫০ কেজি চিনির ৪৭টি বস্তা, ৫০ কেজি ওজনের ১০টি মসুর ডালের বস্তা এবং ২৫ কেজি ওজনের ১৭ বস্তা পেঁয়াজসহ খোলা তেলের ২২০টি প্যাকেট জব্দ করা হয়।