প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবারও সারাদেশে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল : চতুর্থ দিনের মতো মোবাইলে খবর পেয়ে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে ৬৫১ পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। টাঙ্গাইল : ধনবাড়ীতে দেড় শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করেন মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি চাঁন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, প্যানেল মেয়র আব্দুল মজিদ মিন্টু, সাংবাদিক হাফিজুর রহমান, কাউন্সিলর তোতা, পেয়ারা প্রমুখ। গোপালগঞ্জ : ঘরবন্দি সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু, জেলা আওয়ামী লীগ, অতিরিক্ত সচিব শীবনাথ রায় ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিতিশ রায়ের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় পৌরভবন প্রাঙ্গণে লাবলুর দেওয়া খাদ্যসামগ্রী দেন মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা। উপজেলা চত্বরে খাদ্য উপকরণ ইউএনও নাকিব হোসেন তরফদারের হাতে তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। ঝিনাইদহ : ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামানের কাছে এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে জাহেদী ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে সার্কিট হাউজে জেলা প্রশাসকের কাছে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও পুলিশ সুপারের কাছে কার্যনির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পক্ষ থেকে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। নওগাঁ : সোমবার সকাল ১০টায় নওগাঁর ১০৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, এসিল্যান্ড টুকটুক তালুকদার, জেলা সমাজসেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবুর আলম। নড়াইল : নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, কাউন্সিলর শরফুল আলম লিটু, যুব মহিলা লীগ নেত্রী আহ্বায়ক নাসিমা রহমান পলি, সাংবাদিক মীরাজ খাঁন ও আল আমিন প্রমুখ। নাটোর : নাটোরের পাঁচ শতাধিক স্বর্ণশিল্প শ্রমিকদের মাঝে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির (বাজুস) উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পাবনা : ৫শ' সেলুন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান ও এনডিসি সাজ্জাত হোসেন। পটুয়াখালী : পৌর এলাকার অসহায় মধ্যবিত্ত কর্মহীন পরিবারের জন্য মোবাইল ফোনে কল করে সহায়তা চাওয়ার ব্যবস্থা করেছে পৌরসভা। মধ্যবিত্ত এসব পরিবারের জন্য স্বেচ্ছাসেবকদের দিয়ে বাড়িতেই খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। মঙ্গলবার সকালে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। শেরপুর : শেরপুরের শতাধিক জুয়েলারি দোকান শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে 'বাজুস'। মঙ্গলবার সকালে জেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল মালাকারের কারখানায় সহায়তা প্রদানকালে সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক রফিক মজিদ, শামছুদ্দিন সমেজ, রতন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। সাভার (ঢাকা) : শ্যালমাশী উচ্চ বিদ্যালয় এলাকায় ত্রাণ বিতরণ করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাভার উপজেলা চেয়ারম্যানের পক্ষে ভার্কুতা ইউনিয়নের আনোয়ার হোসেন এবং হেমায়েতপুরে সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী লিয়াকত হোসেন। শ্রীনগর (মুন্সীগঞ্জ) : উপজেলার বেজগাঁও সংলগ্ন এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান তার মুক্তিযোদ্ধা ভাতার অর্থসহ নিজস্ব অর্থায়নে ৩০০ কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আ'লীগ নেতা আবুল কালাম আজাদ ডালু, আবু হানিফা মো. নোমান, মেহেদী হাসান রতন প্রমুখ। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জে তিন শতাধিক পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন মেয়র আব্দুলস্নাহ আল-মামুন। বিতরণকালে প্যানেল মেয়র মশিউর রহমান বিপস্নব, কাউন্সিলর সাজু মিয়া, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, শিক্ষক রাশেদ জুথি উপস্থিত ছিলেন। ঘাটাইল (টাঙ্গাইল) : উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ময়নুল হাসান জনি। গৌরীপুর (ময়মনসিংহ) : সোমবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে বিতরণের জন্য উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদের কাছে জেলা সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আ'লীগ নেতা এমএ কদ্দুস, শওকত জাহান মুকুল, ডক্টর সামীউল আলম লিটন, হেলাল উদ্দিন আহাম্মেদ, আবুল কালাম আজাদ প্রমুখ। ধর্মপাশা (সুনামগঞ্জ) : উপজেলার সেলবরষ ইউনিয়নের শলপ গ্রামের কুয়েত প্রবাসী গোলাম রব্বানীর উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রবাসীর মা রুসেহা আক্তার, স্ত্রী সৈয়দা লুৎফা আক্তার, মেয়ে তাসমিম আক্তার জুঁই, ভাই আহম্মদ আলী, গোলাম মোস্তফা, জিলানী, আজিজুল হক ও ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান প্রমুখ। এনায়েতপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ ভিজিএফ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম, ইউপি সচিব মনোয়ারুল ইসলাম ও মৎস্য সমিতি সভাপতি রমজান আলী প্রমুখ। দশমিনা (পটুয়াখালী) : কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য হিরণ আহমেদ মঙ্গলবার সকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের অর্ধ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। আমতলী (বরগুনা) : উপজেলার আমতলী ইউনিয়নের দুই শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউএনও মনিরা পারভীন। এ সময় ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, সাংবাদিক রেজাউল করিম ও সৈয়দ নুহু-উল-আলম নবীন উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ (জামালপুর) : বেলা ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১০০ ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করেন মেয়র নজরুল ইসলাম সওদাগর। বিতরণকালে পৌরসভার কাউন্সিলর রহিমা বেগম উপস্থিত ছিলেন।সারাদেশে অসহায়দের খাদ্য সহায়তা প্রদান