সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখার প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জনসচেতনতার লক্ষ্যে সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চলার জন্য দেশবাসীকে নানাভাবে অবহিত করা হচ্ছে। তবুও যারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান চলছে। এ সব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে অর্থদন্ডের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। প্রতিনিধিদের পাঠানো খবর: শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া অ্যারাবিয়ান নাইটস (মিনি চাইনজি রেস্টুরেন্ট)কে বুধবার দুপুরে টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে হোটেল খোলা রেখে সংক্রামক রোগ বিস্তার ঘটতে সহায়তা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে খাবার পরিবেশন করে। এমন সংবাদ পেয়ে ইউএনও লিয়াকত আলী সেখ ও এসিল্যান্ড জামশেদ আলাম রানাসহ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ওই হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহায়তা করে শেরপুর থানা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন। আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে অর্থদন্ডের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের দেওয়া হচ্ছে খাদ্যসহায়তা। রুটিন কর্মসূচির অংশ হিসেবে বুধবার দিনব্যাপী ইউএনও শারমিন সুলতানা সেনাসদস্যের সঙ্গে নিয়ে এ অভিযান চালান। তিনি তোড়িয়া ইউনিয়নের দাড়খোর গ্রামের নারায়ণগঞ্জ থেকে আসা কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। পথে দোলুয়া এলাকার দুই চা-বিক্রেতাকে দোকান খোলা রাখার অপরাধে অর্থদন্ড ও মানবিক কারণে দন্ডপ্রাপ্তদের হাতে সেনাবাহিনী প্রদত্ত খাবারের প্যাকেট বিতরণ করেন। এ সময় সৈয়দপুর সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেনের নেতৃত্বে টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বোরহানউদ্দিন (ভোলা) :নিষেধাজ্ঞা অমান্য করে গণপরিবহণ চালিয়ে তাবলিগ জামাতের মুসুলিস্নসহ অন্যান্য যাত্রী পরিবহণ করায় ট্রাকচালক মো. আলীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই পরিবহণের ৩৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বুধবার স্থানীয় বোরহানগঞ্জ বাজারে ভারপ্রাপ্ত ইউএনও বশির গাজী নৌবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাবলিগ জামাতের ২৫ মুসলিস্ন ও ১০-১২ জন অন্যান্য যাত্রীসহ চালক মো. আলীকে আটক করেন। হাকিমপুর (দিনাজপুর) :অপ্রয়োজনে ঘরের বাইরে বের হয়ার অপরাধে দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৭৬ হাজার ২০০ টাকা জরিমান আদায় করা হয়। হাকিমপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুর রাফিউল আলম উপজেলার হিলি স্থলবন্দর এলাকার বিভিন্ন সড়কে এ অভিযান চালান। হাজীগঞ্জ (চাঁদপুর) : ইউএনও বৈশাখী বড়ুয়া বুধবার পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের হাটবাজারে অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। এছাড়া তার নির্দেশনায় এসিল্যান্ড কানিজ ফাতেমাও ভ্রাম্যমাণ আদালত চালিয়ে নগদ ৬০০ টাকা জরিমানা করেন।