কক্সবাজারে প্রস্তুত ২২৭ আইসোলেশন

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারের আট উপজেলায় পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ ২২৭টি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এসবের মধ্যে রয়েছে রামু উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৫০টি বেড, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৫০টি, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ২০টি, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ২৭টি, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ২০টি, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৩০টি ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৩০টি বেড। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২২৭ আইসোলেশন ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, চিকিৎসাসামগ্রী, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মজুত রাখা হয়েছে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থার আটটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সমন্বয়ে ৬৬ শয্যার আইসোলেশন ইউনিট, বেড, ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, সদর হাসপাতালসংলগ্ন পুরনো মেডিকেল কলেজ ক্যাম্পাসের চতুর্থ তলায় আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। ৩ শিফটে আইসোলেশন ইউনিটের প্রতি শিফটে ১ জন চিকিৎসক, চারজন নার্স, একজন করে ক্লিনার, নিরাপত্তাকর্মী ও ওয়ার্ডবয় কাজ করবেন। এ ছাড়া ১১টি পৃথক অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।