ঘরে থাকার অনুরোধ গাসিক মেয়রের

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ও সংক্রমণ থেকে নগরবাসীদের সুরক্ষার জন্যে মঙ্গলবার থেকে প্রত্যেক নাগরিককে যার যার ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, 'অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। একজনের বেশি কেউ চলবেন না। খাবারের জরুরি প্রয়োজন হলে তা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব'। মঙ্গলবার সকালে মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস নিয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের কাছে ওইসব কথা বলেন। সভায় মেয়র ছাড়াও সাভার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।