সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করতে হবে কউক চেয়ারম্যান

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে লাল কাঁকড়া, কচ্ছপ, ডলফিন, সাগর লতাসহ জীবনবৈচিত্র্য রক্ষায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কউক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ। এ সময় তিনি বলেন, কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়ন এবং সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। কউক চেয়ারম্যান আরও বলেন, বিজিবি রেস্ট হাউজ থেকে কলাতলী বিচ পর্যন্ত সাগর লতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া জীববৈচিত্র্য রক্ষার জন্য দরিয়ানগর ও পেচারদ্বীপ এলাকায় বৃহৎ আকারে আলাদা জোন করা হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কউকের সদস্য (প্রকৌশল) আনোয়ার উল ইসলাম, কউকের সচিব আবু জাফর রাশেদ, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের প্রতিনিধি, টু্যরিস্ট পুলিশের প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি, বন বিভাগের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি।