সদরপুরে চাল বিক্রির অনিয়মে ডিলারের জেল

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারি করে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ইউনিয়নের ডিলার ও সাবেক ইউপি সদস্যকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার চরনাছিরপুর ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারীদের কাছে অতিরিক্ত অর্থ নিয়ে ইউনিয়নের ডিলার করিম মোল্যা চাল বিক্রি করেন। অভিযোগ পেয়ে ইউনিয়নের প্রত্যন্ত দুর্গম চরাঞ্চলের শিমুলতুলী বাজারে গিয়ে বেলা দেড়টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম পূরবী গোলদার। ঘটনাস্থলে গিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির চাল তিনশ'র জায়গায় ৩২০ টাকা করে বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে ইউনিয়নের ডিলার করিম মোল্যাকে আটক করা হয়। ভুক্তভোগীদের সাক্ষী ও অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী হাকিম পূরবী গোলদার। দন্ডপ্রাপ্তকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্ত করিম মোল্যা ওই ইউনিয়নের মৃত মঙ্গল মোল্যার ছেলে ও সাবেক ইউপি সদস্য। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, 'করোনাভাইরাসে হতদরিদ্রদের জন্য ওএমএস ১০ টাকা কেজি চাল বিক্রি হচ্ছে। প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চলমান আছে। ওই ইউনিয়ন থেকে হতদরিদ্রদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি তারা আমাকে মুঠোফোনে জানান। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'