টাঙ্গাইলে শাড়ির হাটে ১০ দোকান ভস্মীভূত

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে শাড়ির বৃহত্তর পাইকারি বাজার করটিয়া হাটে আগুন লেগে ১০ দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে হাটটি লকডাউন থাকায় সেখানে কোনো মানুষ ছিলেন না। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে একটি শাড়ির দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৯টি কাপড়ের দোকান ও একটি টিনশেড খাবার হোটেল পুড়ে যায়। অগ্নিকান্ডে সফিকুল ইসলাম, কাউসার, মোস্তফা, মনির হোসেন, এনামুল হক, আব্দুল বাতেন, হক মিয়া, রাসেল মিয়া ও আব্দুল মতিনের শাড়ি কাপড়ের পাইকারি দোকান এবং মাহমুদুল হাসানের মুসলিম হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়। হাট কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।