করোনায় আক্রান্ত হননি বাঞ্ছারামপুরের সেই কৃষক

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ৪৫ বছর বয়সি কৃষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন। গত সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ৪৫ বছর বয়সি ওই কৃষকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে ওই কৃষক জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডেই তার মৃতু্য হয়। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন বলেন, ওই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানা গেছে।