২৪ ঘণ্টার সেবিকা সিএইচসিপি মাহফুজা

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মাহফুজা আক্তার
মানবসেবাই পরম ধর্ম, সেবার মাঝেই সৃষ্টির মর্ম- এমন ধারণায় আত্মবিশ্বাসী হয়ে রোগীকে সেবা দিয়ে আসছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএইচসিপি মাহফুজা আক্তার (৪০)। মানুষের প্রয়োজনে ২৪ ঘণ্টার সেবাদাত্রী তিনি। কমিউনিটি ক্লিনিকের অন্য সেবাদানকারীদের মতো সরকার নির্ধারিত সময় শুধু তার সেবা সীমিত নয়। মধ্য রাতেও কোনো প্রসূতি মায়ের ডেলিভারির ব্যথার ডাক পেলে পাশে থাকেন। কয়েক শত নরমাল ডেলিভারি করিয়ে এভাবেই ২৪ ঘণ্টার সেবিকা হিসেবে পরিচিতি পেয়েছেন মাহফুজা আক্তার। মাহফুজা পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড শ্রীপুর গ্রামের নূরে আলম শাহীনের স্ত্রী। তিনি সিএসবিএ প্রশিক্ষণ নিয়ে ৯ বছর ধরে কমিউনিটি হেলথ্‌ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) দায়িত্ব পালন করে আসছেন। স্বামী নূরে আলম শাহীন জানান, 'এক কোরবানি ঈদের রাত সাড়ে ১২টা। তখন আমি অসুস্থ ছিলাম। এমন সময় কেওয়া গ্রাম থেকে একটি ফোন আসল। দিনমজুর পরিবারের এক মা প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন। সংবাদ পেয়ে আমাকে এমন অবস্থায় রেখেও ওই মায়ের নরমাল ডেলিভারি করিয়েছিলেন মাহফুজা। যাওয়ার সময় আমাকে বলল, 'জ্বরে তুমি এখনো নিজেকে নিজেই সামলে নিতে পারবা। কিন্তু ওই প্রসূতি মায়ের এমন সময়টা খুবই কষ্ট ও একার। যা পুরুষ হয়ে তুমি বুঝতে পারবে না'। যাই হোক তাকে নিয়ে আমি গর্বিত। উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম জানান, করোনা সংকটে মাহফুজা জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘণ্টা কমিউনিটি ক্লিনিকে থেকে সচেতনতামূলক পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তাকে নিয়ে গর্ববোধ করেন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্‌ আকরাম দোলন জানান, মাহফুজা সিএসবিএ প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ সিএইচসিপি। কমিউনিটি ক্লিনিকে ৫০-১০০ জন সাধারণ রোগীকে প্রাথমিক সেবা দিয়ে থাকেন তিনি। এ ছাড়াও কেউ যদি ক্লিনিকে আসতে না পারে, তবে বাসায় যেয়ে নরমাল ডেলিভারি করিয়ে দেন