সিংড়ায় সরকারি চাল বিক্রি করায় ২ জনের দন্ড

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ১০ টাকা কেজির সরকারি চাল বাইরে বিক্রির অপরাধে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১৪৪০ কেজি চাল জব্দ করা হয়। বুধবার তাদের এ দন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। আটককৃতরা হলেন-উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং লক্ষ্ণীখোলা গ্রামের আউয়াল হোসেন স্বপন ও স্থানীয় চাল ব্যবসায়ী রহমত আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৪৪০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। আউয়াল হোসেন স্বপন ও রহমত আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে এক মাস করে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।