বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ আয়োজনে ফ্রেন্ডস ফোরাম, টঙ্গী

কে এম শাহীন হোসেন
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ আয়োজনে ফ্রেন্ডস ফোরাম, টঙ্গী
বিশ্ব ইজতেমায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ

মানুষের কষ্টে মানুষ এগিয়ে আসবে এটাই তো মানুষের ধর্ম হওয়া উচিত। ফ্রেন্ডস ফোরাম টঙ্গীর বন্ধুরা বিশেষ বিশেষ সময় সব ধরনের মানবিক কর্মসূচি গ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় এখানকার বন্ধুরা বিশ্ব ইজতেমায় ১ম দফায় আগত মুসলিস্নদের সেবার পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য তারা ইজতেমার শেষ দিনে আগতদের সেবা দেওয়ার জন্য ফ্রেন্ডস ফোরাম টঙ্গীর বন্ধুরা রোববার সকাল থেকে প্রায় এক হাজার মুসলিস্নদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন এবং সঙ্গে বিশুদ্ধ পানিও ছিল। ফ্রেন্ডস ফোরামের টঙ্গীর আহ্বায়ক এম শাহীন হোসেনসহ আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন- মনিরুজ্জামান মনির, অলিদুর রহমান অলি, শাহজাহান মৃধা, মো. লিয়াকত আলী, ডাক্তার নয়ন পাটোয়ারী, ডাক্তার ইমন, মোহাম্মদ আদিত হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন, তাহমিদ হোসেন মাহিন, ইসমাইল হোসেন অমি, মোহাম্মদ আরাফাত হোসেন সুমিত, জান্নাতুন নাহার ঝিনুক, মুক্তি, জুবায়ের হোসেন রিসা, আলামিন প্রমুখ।

 

1

সভাপতি, ফ্রেন্ডস ফোরাম, টঙ্গী, ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে