নাগরপুরে কমিটি গঠনের পরে বন্ধুদের ফটোসেশন
'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এই সেস্নাগানকে ধারণ করে দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক ও শুভানুধ্যায়ীদের নিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রতিনিধি আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে ৩ মে বিকালে গয়হাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লিয়াকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তোফায়েল আহাম্মেদ বাসেদ, সাংবাদিক আব্দুল আলিম, পান্না লাল মাহমুদ প্রমুখ। বক্তারা যায়যায়দিন পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভূয়সী প্রশংসা করেন। ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে মানব সেবায় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক : তোফায়েল আহাম্মেদ বাসেদ, যুগ্ম আহ্বায়ক : লিয়াকত আলী, পান্না লাল মাহমুদ ও আব্দুল আলিম; সদস্য সচিব : এরশাদ মিয়া; যুগ্ম সদস্য সচিব রিপন খান রবিন ও মুস্তাফিজুর রহমান চয়ন; সম্মানিত সদস্য : পংকজ সাহা, কায়কোবাদ মিয়া, মাসুদুর রহমান, দীলিপ কুমার সরকার, বিদু্যৎ হোসেন, সাহাদত হোসেন, আল মামুন, রোমান মিয়া, নূর মোহাম্মদ, সাদ্দাম হোসেন, রিয়াদ হোসেন, নোমান সালমান, সৌরভ ঘোষ, রিফাত হোসেন।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম নাগরপুর, টাঙ্গাইল।