কমিটি গঠন শেষে ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের বন্ধুদের ফটোসেশন
দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ১৪ মে মঙ্গলবার সকালে শহরের বেতকা ওমেকা এডমিশন কোচিং সেন্টারের অফিসে মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি। মো. ওবায়দুল রহমানের সভাপতিত্বে মো. কবির হোসেনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক কামাল হোসেন। এরই মধ্যে সবাই সবার সাথে পরিচয় পর্ব সেরে নেন।
'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এ সেস্নাগান নিয়ে সামাজিক কাজ করার ইচ্ছে প্রকাশ করে বন্ধুরা সবুজায়ন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক : শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষক আবু বকর তালুকদার; যুগ্ম আহ্বায়ক: গোলাম রাব্বি, মোস্তফা হোসেন ও সিফাত খান; সদস্য সচিব মো. কবির হোসেন; যুগ্ম-সদস্য সচিব: মো. মামুন হোসেন ও কে এইচ হাসিবুর রহমান; সম্মানিত সদস্য:মোশাররফ হোসেন জয়, তন্ময় রহমান, ফারুক তালুকদার, জনি শিকদার, সাদ্দাম হোসেন, বিপস্নব হোসেন, সুমেজ মিয়া, রিপন হোসেন, রুবেল শিকদার, ফিরোজ খান, রাজু মিয়া, গোপাল কর্মকার, অন্তু সাহা, মিল্টন দাস, সবুজ হোসেন, আকাশ তালুকদার, কাদের মিয়া, বাছেদ চাকলাদার, শুভ ঘোষ ও রকি মিয়া। কমিটির উপদেষ্টা হিসেবে আছেন যায়যায়দিন প্রতিনিধি জোবায়েদ মলিস্নক বুলবুল।
সাধারণ সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম, টাঙ্গাইল।