কালিয়াতে আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

মো. খাইরুল ইসলাম চৌধুরী
কমিটি গঠনের পরে কালিয়া ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা একই ফ্রেমে
দেশের শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফোরাম নড়াইল জেলার কালিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ মে সকাল সাড়ে ৯ টায় যায়যায়দিন কালিয়া উপজেলা প্রতিনিধির অফিস রুমে এক সাধারণ সভায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কালিয়া উপজেলা প্রতিনিধি মো. খাইরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় কাজী আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি?লেন খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কান্তি সরকার। আলোচনা শেষে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক : আরিফুল ইসলাম; যুগ্ম আহ্বায়ক : মো. নেয়ামত উলস্নাহ, ওসমান খান ও পুলক কুমার ঘোষ; সদস্য সচিব : শ্যামল কান্তি সরকার; যুগ্ম সদস্য সচিব : মো. শহিদুল ইসলাম ও জগদীশ চন্দ্র সরকার; সম্মানিত সদস্য : অনুপ ভট্টাচার্য, কাজী আশিক জামিল, বদ্বীপ সাহা, মামুন শেখ, তুরজাউল মোল্যা, রাজু চৌধুরী, উজ্জল চৌধুরী, কার্তিক দাশ, আলমগীর ফকির, ইয়াসিন চৌধুরী, অনুপ দাশ, কবির ফকির, সাইফুল চৌধুরী ও নাজনীন নাহার। উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম কালিয়া, নড়াইল।