কমিটি গঠনের পরে দুর্গাপুরের বন্ধুরা
'বন্ধুত্ব করি দেশ গড়ি' এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে রাজশাহীর দুর্গাপুরে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিনের সহযোগী সংগঠন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার ২৯ মে দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে যায়যায়দিনের স্থানীয় প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২১ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক : মো. রোকনুজ্জামান রোকন; যুগ্ম আহ্বায়ক : আলহাজ আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের মন্ডল ও রবিউল ইসলাম; সদস্য সচিব : মো. ইস্তাজুল ইসলাম বাপ্পী; যুগ্ম সদস্য সচিব : মনিরুজ্জামান মজনু ও গোলাম মোস্তফা শাওন; সম্মানিত সদস্য : আমজাদ হোসেন, ওমর ফারুক, মোবারক হোসেন শিশির, আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল, মিজান মাহী, এস এম আমিনুল ইসলাম, জুবায়ের তুহিন, মোফাজ্জল হোসেন মায়া, মাসুদ রানা তুষার, মশিউর রহমান, রুবেল হক, বকুল ইসলাম ও সোহানুর রহমান সোহান।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম দুর্গাপুর, রাজশাহী।