ফ্রেন্ডস ফোরাম গাংনীর বন্ধুদের ফটোসেশন
মেহেরপুরের গাংনী উপজেলায় 'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- সেস্নাগান বুকে ধারণ করে দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন 'যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার ২৬ মে সকালে গাংনী চেয়ারম্যান ফোরাম মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাপতিত্ব করেন ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা ও সঞ্চালনায় ছিলেন যায়যায়দিন পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি মজনুর রহমান আকাশ। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাংনী উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। গাংনীর আহ্বায়ক কমিটির উপদেষ্টা চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা। ২১ সদস্যেও আহ্বায়ক কমিটির আহ্বায়ক : ব্যবসায়ী সমাজসেবক মাজেদুল হক মানিক; যুগ্ম আহ্বায়ক : সাংবাদিক তৌহিদ উদ দৌলা রেজা, সাংবাদিক মাহাবুব আলম ও সাংবাদিক নূহু বাঙ্গালী; সদস্য সচিব : আরজিনা রহমান; যুগ্ম সদস্য সচিব : জুরাইস ইসলাম ও সুজাউদ্দিন মেম্বর; সম্মানিত সদস্য : গাংনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক রমজান আলী, মনিরুল মেম্বর, লাকি খান, সুলতান, কেয়া খান, কামরুল ইসলাম, সাংবাদিক শাহিন, শিক্ষার্থী ইসমতারা, শেখ রানা, কাউছার, জসিম উদ্দিন, আব্দুর রহমান, আলাউদ্দিন ডাক্তার, উকিল আমজাদ হোসেন ও আলম মাস্টার।
আলোচনা অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা জানান, তারা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে সোচ্চার হবেন। দলমত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিতে চান তারা।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম গাংনী, মেহেরপুর।