বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নীলফামারীর কিশোরগঞ্জে গাছের চারা রোপণ

আজহারুল ইসলাম আল আজাদ
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
নীলফামারীর কিশোরগঞ্জে গাছের চারা রোপণ
বড়ভিটা জামিয়াতুল ইসলামিয়া দরসে নিজামিয়া নুরানী উলুম এতিমখানা মাঠে গাছের চারা রোপণ

সবুজে সাজাই আমার দেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে গাছের চারা রোপণ করা হয়। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী আহ্বায়ক শিক্ষক, কবি, সাহিত্যিক ও নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ, ও সদস্য-সচিব হোসাইন মোহাম্মদ সেলিম রেজাসহ অন্য সদস্যদের উপস্থিতিতে গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি পালনের অংশ হিসেবে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা জামিয়াতুল ইসলামিয়া দরসে নিজামিয়া নুরানী উলুম এতিমখানা ও মাদ্রাসার মাঠে এবং মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগারের মাঠে গাছের চারা রোপণ করা হয়। গাছের চারা রোপণ শেষে সম্মানিত সভাপতি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে। তিনি বলেন, আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, তা আমরা গাছ থেকেও পাই। পৃথিবীতে যত বেশি গাছের চারা রোপণ করা হবে, তত বেশি পরিবেশ সুন্দর হবে। মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে। মানুষসহ অন্যান্য প্রাণিজগৎ যে কার্বন-ডাই অক্সাইড ত্যাগ করে তা দিয়ে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। গাছ ছাড়া প্রাণিজগৎ বেঁচে থাকা অসম্ভব। এই গাছ জ্বালানির কাজেও প্রয়োজন হয়। গাছের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। বর্তমানে শিল্পকর্মের প্রসার ঘটার কারণে অযথা গাছ কাটা হচ্ছে। তার ফলেই সমস্ত জীবজগতের ওপর হুমকি হয়ে দেখা দিচ্ছে। একদিকে গাছ কাটা, অন্যদিকে দাবানলে পুড়ে ধ্বংস হচ্ছে বনভূমি। ফলে পৃথিবীতে গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে।

আহ্বায়ক, ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ, নীলফামারী

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে