গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বক্তব্য রাখছেন
গাজীপুরের কাপাসিয়ার টোকে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ, মসজিদ পাঠাগার উদ্বোধন, শিক্ষক উন্নয়ন সংলাপ এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ২৬ অক্টোবর বিকালে টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের উদ্যোগে এবং ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের সহায়তায় টোকের মানব উন্নয়ন চত্বর-ডুমদিয়া উত্তরপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, গাজীপুরের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দি রয়েল পাবলিশার্স, ঢাকার প্রকাশক ও জামাল আহমেদ পাঠাগার, খিরাটির প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের সভাপতি ও ফ্রেন্ডস ফোরাম কাপাসিয়ার সদস্য সচিব মোহাম্মদ মনজরুল হক গাজী। পাঠাগারের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ফ্রেন্ডস ফোরামের সদস্য এম. সাইফুল ইসলাম ও কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা সোহায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবুল কাসেম, সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান সবুর, শিক্ষক মোমতাজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আলী হোসেন।
জনপ্রশাসনের মাধ্যমে মানবসেবায় বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমানকে, শিক্ষকদের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনজরুল আলম মজুমদারকে, কাপাসিয়া আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেনকে, পাঠাগার স্থাপন ও পাঠাগারে পুস্তক প্রদানের মাধ্যমে জ্ঞান বিতরণ কাজে বিশেষ অবদান রাখায় দি রয়েল পাবলিশার্স, ঢাকার প্রকাশক জামাল উদ্দিন আহমেদকে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সাংবাদিক নেতা হিসেবে বিশেষ অবদান রাখায় কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সবশেষে অতিথিরা ফিতা কেটে এবং বোর্ডের পর্দা উঠিয়ে ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পাঠাগার উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতির আয়োজনে শিক্ষকদের নিয়ে শিক্ষক উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক কাপাসিয়ার সাংবাদিকসহ অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সদস্য সচিব
ফ্রেন্ডস ফোরাম কাপাসিয়া, গাজীপুর।