টাঙ্গাইলে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০

মো: কবির হোসেন
ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইলের বন্ধুরা নিরাপদ সড়ক শীর্ষক আলোচনা শেষে ফটোসেশনে
টাঙ্গাইলের বন্ধুরা নিরাপদ সড়ক চাই বিষয়ে আলোচনা সভার আয়োজন করে। টাঙ্গাইল শহরের বিসিক জেলা কার্যালয় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো: আব্দুলস্নাহ আল কাফি, বিসিক জেলা কার্যালয় এর কম্পিউটার ট্রেইনার মো:আব্দুলস্নাহ আল জোবায়ের। উপস্থিত ছিলেন মো:ইমরান, আলিফ মিয়া, হাসান, মো: সাজ্জাদ, নাহিদ হাসান, রাফি, নাফিজ আহমেদ, সাজিদ, মো: রাজু মিয়া, মো. শিহাব মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মো: কবির হোসেন, সাধারণ সম্পাদক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল। সভায় বক্তারা বলেন, সড়ক পথে গাড়ি দুর্ঘটনা সারাজীবনের কান্না এবং ট্রাফিক আইন ও সড়ক আইনের ওপর নানা পরামর্শমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের বক্তারা। তারা বলেন, নিরাপদ সড়কের জন্য নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের করণীয়, ট্রাফিক আইন মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার, সিগনাল মেনে চলতে হবে। গাড়ি দুর্ঘটনা রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং যাত্রী ও পথচারীদের চলাফেরার বিষয় নিয়ে কথা বলা হয়। যার মধ্যে উলেস্নখযোগ্য হলো মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত গাড়িতে উঠানামা করবে না, স্টপেজ ব্যতিরেকে যেখানে সেখানে গাড়ি থামানোর অনুরোধ ও চলন্ত অবস্থায় চালকের সঙ্গে খারাপভাবে কথা বলবে না এবং গাড়ির গতি বাড়িয়ে ওভারটেক করতে উৎসাহিত করবে না। উপস্থিত বন্ধুরা শপথ নেন যে, নিজেরা ট্রাফিক আইন মেনে চলবে অন্যকেও মেনে চলতে উৎসাহিত করবে। সাধারণ সম্পাদক ফ্রেন্ডস ফোরাম টাঙ্গাইল।