ফ্রেন্ডস ফোরাম পূর্বধলার বন্ধুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে বিদায়ী শুভেচ্ছা জানান
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পূর্বধলা উপজেলার আহ্বায়ক জাকির আহমদ খান কামাল, পূর্বধলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, প্রধান শিক্ষক ও ফোরামের উপদেষ্টা মো. গোলাম মোস্তফা, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. জয়েন আলী, প্রধান শিক্ষক ও ফোরামের সদস্য মো. মোখলেছুর রহমান, পূর্বধলা প্রেস ক্লাবের সদস্য মো. এমদাদুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম খান, ফোরামের সদস্য মো. আমিনুল ইসলাম আমিন, মো. মাসুম বিলস্নাহ, পিআইও অফিসের কার্যসহকারী মো. নাজমুল হুদা।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন যায়াযায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি এবং পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম। মো. সাইফুল ইসলাম ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর পূর্বধলা উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গত ৩০ অক্টোবর তিনি পূর্বধলা উপজেলায় শেষ কর্মদিবস সম্পন্ন করেন। তিনি বর্তমানে পূর্বধলা থেকে বদলি হওয়ায় আগামী ৩ নভেম্বর যশোর জেলার মনিরামপুর উপজেলায় উপজেলা প্রকল্প কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, 'পূর্বধলা উপজেলায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চেষ্টা করেছি। পেশাগত দায়িত্ব পালনকালে কিংবা অন্য যে কোনো সময়ে আমার কথাবার্তায়, আচার-আচরণে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।' এ সময় তিনি সবার দোয়া কামনা করেন।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা