মরণব্যাধি আক্রান্ত ও আহত রিকশাচালককে আর্থিক সহায়তা কেরানীগঞ্জের বন্ধুদের উদ্যোগ
প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
আব্দুর রহিম রানা
রাজধানীর কেরানীগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে স্তন ক্যান্সার আক্রান্ত শারমিন আক্তার (৩০) ও সড়ক পথে দুর্ঘটনা আহত রিকশাচালক সজিব হোসেনকে (৩২) আর্থিক সহায়তা প্রদান করেছে বন্ধুরা। রোববার, ২৭ অক্টোবর ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুরা তাদের পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন। দীর্ঘদিন ধরে মরণব্যাধি স্তন ক্যান্সারে আক্রান্ত কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া আকশাইল গ্রামের পিতৃহারা মেয়ে শারমিন আক্তার। বর্তমানে ঢাকার বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন।
ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ উপজেলা শাখার সদস্য বন্ধুরা এ কথা জানতে পেরে শারমিন আক্তারের চিকিৎসায় প্রাথমিকভাবে ১০ হাজার টাকা শারমিনের ভাই ইয়াসিনের হাতে তুলে দেয়। এছাড়া ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জ কমিটির উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সুপারিশের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান 'এরিস্টো ফার্মাসিটিক্যাল লিমিটেড' প্রতিষ্ঠানে ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা পূর্ণ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের চেষ্টা অব্যাহত রেখেছেন। এ ছাড়া উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক পথে দুর্ঘটনায় বাঁ পায়ের হাড় ভেঙে দ্বিখন্ডিত হয়ে স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এক ব্যক্তি। তার পরিবারের মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুরা চিকিৎসা সহায়তার জন্য তার স্ত্রী হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন। এ ধারাবাহিকতায় উপজেলার এক গৃহিণীবোন ও রিকশাচালক ভাইকে চিকিৎসাসেবার সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ কমিটির বন্ধুরা সবসময় অসহায় ও দুস্থদের সহযোগিতায় দল বেঁধে কাজ করছে।
এসময় অন্যান্য বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাসুম পারভেজ, কেরানীগঞ্জ কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান তুষার, ক্রীড়া সম্পাদক মৃদুল রাজবংশী, সদস্য ও উদ্যোক্তা রিয়াজ আহম্মেদ, আল আমিন শাহাদাত প্রমুখ।
সাধারণ সম্পাদক
ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ, ঢাকা।