কিশোরগঞ্জে নিরাপদ সড়কের জন্য ক্যাম্পেইন

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০

আজহারুল ইসলাম আল আজাদ
ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ নীলফামারীর বন্ধুরা ট্রাফিক সচেতনতা ক্যাম্পেইনে
জীব জগতের শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষের জীবন প্রবাহে প্রত্যেকে প্রতি মুহূর্তে ব্যস্ত সময় কাটায়। সময় মানুষকে ব্যস্ত করে তুলে ব্যস্ততার কারণে জীবন জীবিকার তাগিদে মানুষ ছুটে চলে দূরদূরান্তে। কখনো পায়ে হেঁটে কখনো বাসে, অটো বা নিজস্ব গাড়িতে বা অন্য কোনো যানবাহনে। চলার পথে সর্বদা তাড়াহুড়ো লেগেই থাকে, তাড়াহুড়োর কারণে অনেকে অনেক দুর্ঘটনার স্বীকার হয় অকালে অনেক তাজা প্রাণ ঝড়ে যায়। ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী কিশোরগঞ্জের রংপুর ডালিয়া সড়কে শৃঙ্খলা ফেরাতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন। বন্ধুদের উদ্যোগে ৬ নভেম্বর বুধবার বিকালে বাস, ট্রাক, অটোরিকশা ও পথচারীদের মাঝে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনারোধে ক্যাম্পেইন করা হয়। উপজেলা ফ্রেন্ডস ফোরামের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সহসম্পাদক হোসাইন মো. সেলিম রেজা, সহসভাপতি আফজালুল হক মানিক, কবি মমতাজ আলী, আলহাজ মফসার আলী, আরেফিন হক পাটোয়ারী, আইয়ুব আলী, শাহিন রেজা, ফরেস্ট কর্মকর্তা শাহাজান আলী, গৌতম রায়, সৌরভ কুমার রায় প্রমুখ। এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ফেরামের আহ্বায়ক বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময়কে প্রাধান্য দিতে গিয়ে ও অসাবধানতার কারণে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন আমাদের দেশের হাজার হাজার মানুষ অকালে হারিয়ে যাচ্ছে। সবাইকে ট্রাফিক আইন মেনে পথ চলা অতীব প্রয়োজনীয়। শুধু পথচারী সচেতন থাকলে হবে না। গাড়ি চালকেরও সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে গাড়ি চালকদের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। তাই এই ক্যাম্পেইন থেকে সবাইকে জানানো হচ্ছে সচেতন থেকে নিজের জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সভাপতি ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ, নীলফামারী।