ঘোড়াঘাটে শিক্ষার্থীদের সঙ্গে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ও অতিথিবৃন্দ
দিনাজপুরের ঘোড়াঘাটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে- খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
বুধবার ১১ ডিসেম্বর দুপুরের পরে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ঘোড়াঘাট উপজেলা কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বত্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বত্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া। আরও বত্তব্য রাখেন- ফ্রেন্ডস ফোরামের উপজেলা কমিটির উপদেষ্টা রবিউল আওয়ান নয়ন, যুগ্ম আহ্বায়ক কবি মোকছেদ আলী, সদস্যসচিব কাজী আবু সায়াদ চৌধুরী, যুগ্ম সদস্যসচিব আনিছুর রহমান, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, যায়যায়দিন প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফি প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীদের প্রত্যেকে শিক্ষা উপকরণ (দুটি খাতা, দুটি কলম ও একটি জ্যামিতি বক্স) উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন অতিথিরা।
এ সময় ফেন্ডস ফোরামের সদস্য মানোয়ার হোসেন, কাজী জুলফিকার জান্নাতসহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম ঘোড়াঘাট, দিনাজপুর