ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও সমমনা শিক্ষক সমাজের যৌথ উদ্যোগে ৬ পৃষ্ঠাবিশিষ্ট ২০২৫ খ্রিষ্টাব্দের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। নতুন বছরকে সামনে রেখে গত মঙ্গলবার ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং অফিসার ইনচার্জের কার্যালয়ে পৃথক পৃথকভাবে মোড়ক উন্মোচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত এবং অফিসার ইনচার্জ মো. সফিউদ্দীন খান সংগঠনের বন্ধুদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। এ সময়ে সংগঠন দু'টির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জের হাতে নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।
মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেখান থেকে ফিরে কাশিয়ানী প্রেস ক্লাবের ভবনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যায়াযায়দিন পত্রিকার কাশিয়ানী প্রতিনিধি মো. নিজামুল আলম মোরাদের হাতে আনুষ্ঠানিকভাবে দুই সংগঠনের বন্ধুদের হাতে ২০২৫ সালের ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সমমনা শিক্ষক সমাজের সভাপতি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা আলহাজ্ব মো. বেলায়েত হোসেন, কাশিয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা কাজী ওমর হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, সমমনা শিক্ষক সমাজের উপদেষ্টা ও ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক পিংগলিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক সুলতানুল আলম খান, কাশিয়ানী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও ফ্রেন্ডস ফোরামের মো. তাইজুল ইসলাম টিটন, সদস্য সাংবাদিক মো. জামিল হোসেন, সাংবাদিক মো. জুয়েল প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কাশিয়ানীতে এই দু'টি সামাজিক সংগঠন সমাজসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে। তারা আরও এগিয়ে যাবে এবং সমাজের উন্নয়নে আরও বেশি বেশি কাজ করবে বলে প্রত্যাশা করেন। অফিসার ইনচার্জ মো. শফিউদ্দীন খান বলেন, সামাজিক সংগঠন দু'টির সমাজের কাছে দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই তারা সমাজের মানুষের জন্য কাজ করছে। ক্যালেন্ডারের মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে বন্ধুরা উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্যালেন্ডার পৌঁছে দেন।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম কাশিয়ানী, গোপালগঞ্জ