শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বড় বিপর্যয়ের কবলে বিদু্যৎ সরবরাহ ব্যবস্থা

যাযাদি রিপোর্ট
  ২২ মে ২০২০, ০০:০০
আপডেট  : ২২ মে ২০২০, ১১:০৭
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত বৈদু্যতিক খুঁটি -যাযাদি

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বড় ধরনের বিপর্যয়ের কবলে পড়েছে দেশের বিদু্যৎ সরবরাহ ব্যবস্থা। বিতরণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে উত্তরবঙ্গের দিকে অগ্রসর হচ্ছিল তখন দুই কোটি ২০ লাখের বেশি গ্রাহক বিদু্যৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন, যা দেশের মোট গ্রাহকের প্রায় ৬০ শতাংশ। ঝড়ের তীব্রতা কমার পর বৃহস্পতিবার ভোর থেকে দুর্গত এলাকায় সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করে বিতরণ সংস্থাগুলো। তবে দুপুর পর্যন্ত এক কোটি ২০ লাখের বেশি গ্রাহকের বিদু্যৎ ফিরিয়ে দেওয়া যায়নি, যা দেশের মোট বিদু্যৎ গ্রাহকের প্রায় এক-তৃতীয়াংশ। এর মধ্যে গ্রিড সাব স্টেশনে আগুন লাগায় কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা দীর্ঘ সময়ের জন্য বিদু্যৎহীনতার কবলে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশে ছয়টি বিতরণ সংস্থার অধীনে রয়েছে তিন কোটি ৬৫ লাখ বিদু্যৎ গ্রাহক। তার মধ্যে ১ কোটি ২০ লাখের বেশি গ্রাহকের সংযোগ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্ধ বা বিচ্ছিন্ন থাকায় চাহিদা ১০ হাজার মেগাওয়াট থেকে আড়াই হাজার মেগাওয়াটে নেমে আসে। বিভিন্ন এলাকায় বিদু্যৎ না থাকায় সচল এলাকাগুলোতে বিদু্যতের ভোল্টেজ বেড়ে যায়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আরও অনেক এলাকায় সরবরাহ বন্ধ রাখা হয় বলে বিতরণ সংস্থাগুলো জানিয়েছে। সরবরাহ ব্যবস্থার এই বিপর্যয়ের মধ্যে অনেক উৎপাদনকেন্দ্রও বন্ধ রাখতে হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানির হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টায় সারাদেশে বিদু্যতের চাহিদা ২ হাজার ৬৮৩ মেগাওয়াটে নেমে আসে। দিনের প্রথমাংশে কিছু সংযোগ পুনঃস্থাপন করা হলেও বেলা ১টা পর্যন্ত চাহিদা সাড়ে চার হাজার মেগাওয়াটের ওপরে উঠেনি। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত মার্চের শেষ দিকে সারাদেশে অবরুদ্ধ করার সময় বিদু্যতের চাহিদা নেমেছিল সর্বনিম্ন ছয় হাজার মেগাওয়াটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে হতে চাহিদা ১০ হাজার মেগাওয়াটে উঠে। সারাদেশে পলস্নী বিদু্যতের মোট গ্রাহক সংখ্যা দুই কোটি ৮৫ লাখ। তার মধ্যে প্রায় দুই কোটির সংযোগ সকালের দিকে বন্ধ ছিল জানিয়ে বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) অঞ্জন কান্তি দাশ বলেন, দুপুর পর্যন্ত এক কোটি গ্রাহকের বিদু্যৎ ফেরানো সম্ভব হয়েছে। '২৫ হাজার স্পটে তার ছিঁড়ে পড়েছে। তিনশর মতো খুঁটি ভাঙার খবর পেয়েছি, সংখ্যাটা আরও বাড়ছে। প্রায় ৪০ হাজার গ্রাহকের মিটার ভেঙে গেছে।' কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, পটুয়াখালী জেলা পুরোপুরি বিদু্যৎ বিচ্ছিন্ন রয়েছে জানিয়ে পলস্নী বিদু্যতায়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, সেখানে বিদু্যৎ ফিরতে সময় লাগবে বলে তাদের মনে হচ্ছে। তবে ভোলা, বরিশাল, ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর জেলায় বিদু্যৎ ফিরেছে। কুষ্টিয়ায় গ্রিড সাবস্টেশনে জটিলতার কারণে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা বড় সমস্যায় পড়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, 'বিকালের মধ্যেও সেখানে বিদু্যৎ ফিরে কিনা সন্দেহ রয়েছে। কারণ গ্রিডের দুটি ট্রান্সফরমারই বিকল হয়েছে।' পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ শাখার পরিচালক এবিএম বদরুদ্দোজা সুমন বলেন, 'কুষ্টিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড সাব স্টেশনে আগুন লেগে দুটি ট্রান্সফরমার জ্বলে গেছে। কুষ্টিয়াসহ পাশের কয়েকটি জেলায় দীর্ঘমেয়াদে বিদু্যৎ বিচ্ছিন্ন থাকতে পারে। তবে খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রামসহ অন্যান্য জেলায় কোনো সমস্যা হয়নি। সেখানে বিতরণ সংস্থাগুলো লোড কমিয়ে দেওয়ার কারণে বিদু্যৎ বন্ধ রাখতে হয়েছিল। তারা যখনই চাইবেন বিদু্যৎ পাবেন। রাজশাহীর আট জেলার বিদু্যৎ বিতরণের দায়িত্বে থাকা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপস্নাই কোম্পানি লিমিটেডের (নেসকো) প্রধান প্রকৌশলী এসএম রেজাউল করিম বলেন, চাহিদা কমে যাওয়ায় জেলার ৪৪টি ৩৩ কেভি ফিডারের সবগুলোই বন্ধ করতে হয়েছিল। দুপুর পর্যন্ত ৩০টি চালু করা গেছে। বাকিগুলো চালু করতে কিছুটা সময় লাগছে। তবে হাই ভোল্টেজের কারণে সচল ফিডারগুলোতে বিদু্যৎ দেওয়া যাচ্ছে না। 'গাছ-গাছালি পড়ে কিছু পোল বাঁকা হয়ে গেছে। এ অঞ্চলে প্রায় আট লাখ গ্রাহক রয়েছে। কিন্তু সবগুলো ফিডার এক সাথে চালু না হলে বিদু্যৎ সরবরাহ করা যাচ্ছে না। কারণ ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে সচল লাইনগুলো লোড নিতে পারছে না। সবগুলো ফিডার চালু হলেই একসাথে বিদু্যৎ দেওয়ার পরিকল্পনা রয়েছে।' ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন জানান তাদের মোট ১২ লাখ গ্রাহকের প্রায় সবাই ঝড়ের সময় বিদু্যৎবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। দুপুর পর্যন্ত সর্বোচ্চ ছয় লাখ গ্রাহকের মাঝে বিদু্যৎ দেওয়া গেছে। কিছু লাইন সচল হলেও ১১ কেভি ফিডার সচল করতে না পারায় বিদু্যৎ দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, 'ঝিনাইদহ, কুষ্টিয়া এবং বরগুনায় বিদু্যৎ দেওয়া যায়নি দুপুর পর্যন্ত। এসব এলাকায় মেরামত কাজ চলমান আছে।' বিদু্যতের একক ক্রেতা ও বিক্রেতা পিডিবির হাতে রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও কুমিলস্নার শহরাঞ্চলের বিতরণ ব্যবস্থা। এসব এলাকায় গ্রাহক রয়েছে প্রায় ৩০ লাখ। পিডিবির জনসংযোগ শাখার পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, 'ঝড়ে পিডিবির বিতরণ লাইনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। চট্টগ্রামের সন্দ্বীপ ও ময়মনসিংহে কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলো দিনের মধ্যেই মেরামত করা সম্ভব হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে