করোনাভাইরাসে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের কার্যক্রম

প্রকাশ | ২৩ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস মোকাবিলায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করেছে। ট্রাস্ট তার অঙ্গপ্রতিষ্ঠান পাবনা কমিউনিটি হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য কোনো আর্থিক বিনিময় ছাড়াই সরকারের কাছে হস্তান্তর করেছে। ঢাকা কমিউনিটি হাসপাতালে সার্বিক চিকিৎসা সুবিধাসহ রোগীদের সেবা প্রদান এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। মেডিকেল কলেজে ১৪০ জন বিদেশি শিক্ষার্থীসহ ৬০০ দেশি শিক্ষার্থীর অনলাইনে প্রতিদিন ক্লাস চলছে। সেভাবে ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ এবং ইনস্টিটিউট অব কমিউনিটি হেল্‌থের শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমে চলছে। ট্রাস্টের নিজস্ব ফান্ড থেকে সব শিক্ষক, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা ও পূর্ণ বোনাস দেওয়া হচ্ছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডিসিএইচ ট্রাস্ট পরিচালিত হাসপাতাল পূর্ণগতিতে কাজ করছে এবং সেখানকার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা নিয়মিত দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি