মতলবে 'মননে উত্তর-দক্ষিণ'র আত্মপ্রকাশ

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চাঁদপুরের মতলবে সমমনা গ্র্যাজুয়েটদের নিয়ে 'মননে উত্তর ও দক্ষিণ' নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ওই দুই উপজেলায় আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই এই সংগঠনের উদ্দেশ্য। ২৪ মে (রোববার) ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়। ১৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠানকে আহ্বায়ক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি (ওএসডি) মো. জাকির হোসেন কামাল ও রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল (অব.) বাবর মো. সেলিমকে যুগ্ম আহ্বায়ক আর ইউএনএফপিএ বাংলাদেশের হেলথ সিস্টেম স্পেশালিস্ট ডা. দেওয়ান মো. ইমদাদুল হক মানিককে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাব-এডিটর শওকত হোসেন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় গঠনতন্ত্র প্রণয়ন ও সদস্য সংগ্রহের জন্য দুটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি