এক পাঙাশের দাম ২৫ হাজার টাকা

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
১৭ কেজি ওজনের পাঙাশ মাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীর উজানে মাছ ধরার সময় রওশন হালদারের জালে ১৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মাছটি ধরা পড়ে। পরে জেলে রওশন হালদারের কাছ থেকে ১৪শ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের চান্দু মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী চান্দু মোলস্না। মাছ ব্যবসায়ী চান্দু মোলস্না জানান, সকালে জেলে রওশন হালদারের জালে ধরা পড়া ১৭ কেজি ওজনের পাঙাশ মাছটি তিনি ১৪শ টাকা কেজি দরে কিনে নেন। পরে ঢাকার এক ব্যক্তির কাছে ১৫শ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন। তিনি কয়েকদিন আগে ৩০ কেজি ওজনের একটি কাতল কিনেছিলেন। এছাড়া ৫ থেকে ১০ কেজি ওজনের বিভিন্ন ধরনের মাছ প্রতিনিয়তই কেনেন। তিনি আরও জানান, মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ে। পরে তিনি সেই মাছ কিনে সীমিত লাভে ঢাকাসহ বিভিন্ন স্থানে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিক্রি করেন। নদীর মাছ হওয়ায় বড় হলেও কিনে বিক্রি করতে কোনো সমস্যা হয় না। এই মাছের অনেক চাহিদা বলেও জানান মাছ ব্যবসায়ী চান্দু মোলস্না।