সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩১ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এবার ইরান আনল মেডিকেল রোবট যাযাদি ডেস্ক নিজেদের তৈরি প্রথম অপারেশনাল মেডিকেল রোবট উদ্বোধন করেছে ইরান। এর নাম দেওয়া হয়েছে 'কেওয়ান লাইফবট'। বুধবার এই রোবটটি উদ্বোধন করা হয়। এদিকে এই রোবটকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের আরও একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে এই রোবট তৈরি করা হয়েছে। এক মাসের কম সময়ে এই রোবট তৈরি করেন ইরানের বিশেষজ্ঞরা। এই মেডিকেল রোবটে স্টেরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চলাচলের পথের বাধা শনাক্তকরণ সেন্সর ছাড়াও শরীরের তাপমাত্রা ও রক্তের অক্সিজেনের স্তর পরিমাপ করার প্রযুক্তি রয়েছে। প্রয়োজনে এতে আরও কিছু সেন্সর যুক্ত করা যাবে। এছাড়াও চিকিৎসক ও রোগীর মধ্যে অডিও-ভিডিও যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহণ করতে পারবে রোবটটি। এর পাশাপাশি রোবটটিতে অন্যান্য রোবট নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রাখা হয়েছে। মোটরসাইকেলের দুই আরোহী নিহত নওগাঁ প্রতিনিধি নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মজনু হোসেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার তালপকুরিয়া গ্রামের ভুট্টু আলী। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাতে রনাইল গ্রাম থেকে মজনু তার শ্বশুরবাড়ি তালপকুরিয়ায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নওহাটা মোড় এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় এক শিশু আহত হয়। শিশুকে উদ্ধার করে ন?ওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যা?ওয়ায় আটক করা সম্ভব হয়নি। ট্রাক চাপায় নিহত ১ রূপসা (খুলনা) প্রতিনিধি রূপসায় শনিবার বেলা ১১টার দিকে রবিউল শেখ (৩৩) নামে এক ব্র্যাককর্মী ট্রাক চাপায় নিহত হয়েছেন। নিহত রবিউল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাওতাছ গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি শরিয়তপুরের চরভাঙ্গা ব্র্যাক ব?্যাংকের ক?্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রূপসা ব্রিজের কাছে জাবুসা এলাকায় ভ?্যানযোগে কাটাখালীর দিকে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা গ?্যাসভর্তি ট্রাক ধাক্কা দেয়। এ সময় রবিউল রাস্তায় উপর পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। তিনি ঈদের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা যায়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। ভ?্যানে থাকা আরও ২ জন আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নোয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃতু্য যাযাদি ডেস্ক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে রাজু (২৫) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজু উপজেলার ৫ নম্বর চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারের (ভূমিহীন বাজার) সিরাজ উল্যার ছেলে। চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, চরফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজার থেকে একই ইউনিয়নের গুচ্ছগ্রামে তার বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন রাজু। পথে বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পলস্নী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি রাজুকে মৃত ঘোষণা করেন।