টিভি দেখতে নিষেধ করায় আত্মহত্যা

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর গ্রামে টেলিভিশন দেখতে নিষেধ করায় পিতার উপর অভিমান করে নুসরাত জাহান টুনি (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, সোমবার রাতে ওই ছাত্রী পড়াশোনা বাদ দিয়ে বাসায় বসে টিভিতে স্টার জলসা দেখছিল। এসময় তার বাবা আব্দুর রফিক ক্ষিপ্ত হয়ে মেয়ের হাত থেকে টিভির রিমোট কেড়ে নেন। এতে ওই ছাত্রী তার বাবার উপর অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায়। পরে রাত ১০টার দিকে সবার অজান্তে সে রান্না ঘরের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে রাতেই থানার ওসি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ বিষয়ে সাপাহার থানায় একটি অপমৃতু্য মামলা দায়ের হয়েছে।