করোনায় প্রথম রাজস্ব কর্মকর্তার মৃতু্য

প্রকাশ | ০৪ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
জসীম উদ্দিন মজুমদার
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এ আক্রান্ত রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসের সুপারিন্টেনডেন্ট ছিলেন। এই প্রথম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো কর্মকর্তা কোভিড-১৯ এ মারা গেলেন বলে জানিয়েছেন বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী এবং ছেলে করোনাভাইরাসে আক্রান্ত বলে জানান মুমেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা মারা যান। সম্প্রতি এ হাসপাতালে চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত এনবিআরের বিভিন্ন স্তরের ৩৮ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জসীম উদ্দিন মজুমদারের মৃতু্যতে শোক প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন জসীম উদ্দিনের মৃতু্যতে শোক প্রকাশ করেছে।