সিলেটে ৪ হাসপাতাল ঘুরে ব্যবসায়ীর মৃতু্য

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ইকবাল হোসেন
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও সিলেটে চারটি হাসপাতাল ঘুরে কোনো চিকিৎসা না পেয়ে মারা গেলেন এক ব্যবসায়ী। শুক্রবার ভোরে তিনি মারা যান। মারা যাওয়া ব্যবসায়ী ইকবাল হোসেন সিলেট নগরের কুমার পাড়ার বাসিন্দা। তিনি নগরের বন্দরবাজার পরিচিত পাইকারি ইলেক্ট্রিক সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান আরএল ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী। মৃত ইকবাল হোসেনের ছেলে তিহাম হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমেই নগরের সোবাহানীঘাট এলাকায় অবস্থিত একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দেওয়া হয়। কিন্তু ওই অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার সিস্টেম অকেজো ছিল। এ অবস্থায়ই বাবাকে সোবাহানীঘাটের ওই হাসপাতালে নিয়ে যায়। সেখানে অক্সিজেনের ব্যবস্থার অনুরোধ করলেও কর্তব্যরতরা নিয়ম-কানুন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা বাবাকে রাখবেন না বলে জানিয়ে দেন। এরপর তারা নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে যেতে বলে। অনুরোধ করার পরও তারা অক্সিজেনের ব্যবস্থা করে দেননি। পরে বাবাকে নিয়ে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট হাসপাতালে গেলে সেখানকার কর্তৃপক্ষ জানান তাদের হাসপাতালে সিট নেই। তাই রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তখন আমরা পরিচিত এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। ওই চিকিৎসকের পরামর্শে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সবকিছু বন্ধ পাই। তিনি অভিযোগ করেন, প্রায় ১৫ মিনিট পর এক নিরাপত্তাকর্মী এসে বলেন, হাসপাতালের সবাই ঘুমিয়ে রয়েছে। বাবাকে অন্য কোথাও নিয়ে যেতে বলে। এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গেলে তারা সিসিইউতে নিয়ে একটি ইসিজি করেন। এরপরই হাসপাতালের ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভি করেননি।