জীববৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়নের আহ্বান

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট পরিবেশকে টেকসই রাখতে প্রাকৃতিক বাস্তুসংস্থান এবং জীববৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে শহর, গ্রাম, হাওড় এবং বনাঞ্চলের স্থায়িত্বশীল পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন বলে মত দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। একই সঙ্গে সারাদেশের জন্য জাতীয় ভৌত পরিকল্পনার মাধ্যমে দেশের কৃষি জমি, সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও শিল্প অঞ্চল সুনির্দিষ্ট করার মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মনে করছেন তারা। শুক্রবার রাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব পস্ন্যানার্স (বিআইপি) আয়োজিত 'পরিবেশ ও পরিকল্পনা' শীর্ষক পরিকল্পনা সংলাপে পরিকল্পনাবিদ, পরিবেশ বিশেষজ্ঞরা এমন অভিমত দেন। বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খানের সঞ্চালনায় অনলাইনে অনুষ্ঠিত এই পরিকল্পনা সংলাপে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিকল্পনা শাখার উপ-পরিচালক হাসান হাসিবুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, ইউএসএইড-এর পরিবেশ-সংক্রান্ত প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পরিকল্পনাবিদ শাহাদাত হোসেন শাকিল, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পরিবেশ ও পরিকল্পনা বিভাগের সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা এস কে এজাজ ও বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ।