সাপের লেজ ধরে টানাটানি

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রতীকী ছবি
সাপকে কম বেশি সবাই ভয় পায়। যারা সাপ ধরেন তারাও সতর্কতা অবলম্বন করেই এই বিপজ্জনক কাজ করেন। কিন্তু এক ব্যক্তি যা করলেন, তা সব কিছুকে যেন ছাপিয়ে গেল। এমনই এক কান্ড ধরা পড়ল ক্যামেরায়। টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি নদীতে বোটের উপর থেকে এক বিশাল সাপের লেজ ধরে রেখেছেন এক ব্যক্তি। আর সেই বিশাল আকারের সাপটি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই সে এগিয়ে যাতে পারছে না। ওই ব্যক্তি তার লেজ ধরে টানাটানি করছেন। এমন বেশ কয়েক সেকেন্ড চলার পর সাপটিকে ছেড়ে দেন ওই ব্যক্তি। দ্রম্নত সাপটি জলের মধ্যে দিয়ে এগিয়ে যায়। সাপটি সম্ভবত অ্যানাকোন্ডা ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল জানিয়েছে, এটি ২০১৪ সালের ভিডিয়ো। ব্রাজিলের এক নদীতে বোট নিয়ে পর্যটকরা যখন ঘুরতে যান তখন এই ঘটনা ক্যামেরাবন্দি হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর পর্যটকদের এমন কাজ করার জন্য কয়েক হাজার টাকা করে জরিমানা করা হয়। সূত্র আনন্দবাজার পত্রিকা