গোপনে ভিডিও করে প্রচারই তার 'কাজ'

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
গোলাম মোক্তাদির
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল-কলেজ ও দর্শনীয় স্থান থেকে তরুণী, স্কুলছাত্রী, নারী অভিভাবকদের ভিডিও ধারণ করে তা বিকৃত করে ফেসবুকে প্রচারের দায়ে গোলাম মোক্তাদির (২৪) নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আসিফ মহিউদ্দীন এ তথ্য জানিয়েছেন। গোলাম মোক্তাদিরের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাপমারা এলাকায়। চাকরির সুবাদে সে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় বসবাস করে। আসিফ মহিউদ্দীন জানান, গোলাম মোক্তাদির বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপেস্নামা পাস করার পর সীতাকুন্ড এলাকায় চাকরি নেয়। সেই সুবাদে নগরীর বিভিন্ন স্কুল-কলেজ, শপিং মল ও দর্শনীয় স্থানে মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়াতো। ঘোরাঘুরির সময় মোবাইলে গোপনে নারী অভিভাবক, ছাত্রী ও তরুণীদের ভিডিও করতো। এরপর বিকৃত ক্যাপশন দিয়ে 'টপফ্যান আড্ডা' নামে ফেসবুক গ্রম্নপে শেয়ার করতো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পর শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, তার কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। যেগুলোতে প্রায় ৩০০ ভিডিও পাওয়া গেছে। এসব ভিডিও গত ছয় মাসে ধারণ করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।